Total Pageviews

Thursday, April 7, 2011

Free Hide IP Easy v5.0.4.2 with crack

আই পি হাইড সফটওয়্যার নিয়ে অনেকেই লিখেছে কিন্তু কোনটাই এখন আর সার্ভারের মধ্যে নাই।

ডাওনলোড করতে গেলে বলে এটা পাওয়া যাচ্ছে না। তাই নিজেই লিখতে বসে গেলাম।প্রথমে সার্চ করে দুই দিন এর মাথায় ক্র্যাক ভার্সন খুজে

যাক এখন কি করতে হবে তাই বলছি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Zip file টি ডাউনলোড (মাত্র 11.5 MB (1,21,12,853 bytes)) করে নিন।এরপর extract করে নিন। এবং সেখান থেকে Application file টি double ক্লিক করুন ।



সেখানে দেখবেন উপরের দিকে ইন্সটল ফাইল আছে ।সেখানে ক্লিক করে install করুন।কিন্তু রান করবেন না। প্রয়জনে install এর শেষের দিকে run this থেকে টিক উঠিয়ে দিন।



এবার প্রথম দিকে যেখান থেকে ইন্সটল করেছিলেন সেখানে নিচে ক্র্যাক লিখা আছে। সেখান ক্লিক করুন ।



দেখবেন সেখানেও একটি installer আছে। সেটা কপি করে নিন।



প্রথমে install করেছিলেন সেখনে peste করুন। একি নাম থাকার কারনে আপনাকে reaplace করার জন্য বলবে। আপনি reaplace করুন।



এবার সেখানে double ক্লিক করুন। তাহলে আপনার সফটওয়্যার run হবে।

রান করার পর hide IP তে ক্লিক করুন।



install করার নিয়ম জিপ ফাইলেও দেওয়া আছে।

ডাউনলোড করতে লিঙ্ক এ ক্লিক করুন।

DownLOAD From Here

No comments:

Post a Comment