Total Pageviews

Thursday, April 7, 2011

Free Software free anti virus, Burner, Image viewer, Run time, Office software, KMPayer and many more

ফ্রী সফটওয়্যার এর মেলা(আপনার কোনটা চাই)।আন্টিভাইরাস,বারনার,পিসি টুলস, ইমেজ ভিউয়ার, রান টাইম , অফিস, প্লেয়ার কোনটা সব পাওয়া যাবে এক সাথে।

ফ্রি ওয়ার নিয়ে অনেকে এখন পর্যন্ত অনেকেই লিখেছে । আজকে আমি যে ফ্রি ওয়ারের কথা বলব তা খুব ছোট একটি সফটওয়্যার নাম ফ্রী এপ্স(FreeApps)। মাত্র ৮০০কিলোবাইট এর সফটওয়্যার। । এ সফটওয়্যার টির মাধ্যমে আপনি ইন্টারনেট এর বিশাল জগত থেকে ফ্রী সফটওয়্যার নামাতে পারবেন। এমন কি আপনি সফটওয়্যার আপডেট এবং সফটওয়্যার আনইন্সটল দিতে পারবেন।

কত গুলা সফটওয়্যার ডাওনলোড করতে পারবেন তা আর বললাম না। নিজেরাই দেখেনিন।

ডাওনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন

Download From Here

অথবা

Go to link এ ঢুকে Get installer এ ক্লিক করে ডাউনলোড করে নিন।











Free video converter,youtube downloader,flv converter,DVD burner,video dub, 3D image creator

অনেকেই হয়ত শুনেছেন।

এক কনভার্টার এর মধ্যে সব। DVD burner,nokia,sony,motorolla,samsung যে কোনও মোবাইল এর জন্য। আরও আছে 3D ইমেজ creator,video dub,Youtube downloader,flv converter,CD burner. মোট ৪১ টা প্রোগ্রাম আছে। না ব্যবহার করলে মিস করবেন। তাহ্লে দেরি কেন?

download করুন এখনি।কি কি আছে দেখবেন।
এটা একটা ফ্রী ওয়ার । কোনও licence key লাগবে না। আপডেট ভার্সন দিয়ে দিলাম। ডাউনলোড করুন।screenshot নিচে দেওয়া হল।



আরও জানতে ভিডিও দেখতে পারেন। লিঙ্ক দিয়ে দিলাম।

http://www.youtube.com/watch?v=07k5wc2IAi4


download করুন

Download Here

Free Hide IP Easy v5.0.4.2 with crack

আই পি হাইড সফটওয়্যার নিয়ে অনেকেই লিখেছে কিন্তু কোনটাই এখন আর সার্ভারের মধ্যে নাই।

ডাওনলোড করতে গেলে বলে এটা পাওয়া যাচ্ছে না। তাই নিজেই লিখতে বসে গেলাম।প্রথমে সার্চ করে দুই দিন এর মাথায় ক্র্যাক ভার্সন খুজে

যাক এখন কি করতে হবে তাই বলছি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Zip file টি ডাউনলোড (মাত্র 11.5 MB (1,21,12,853 bytes)) করে নিন।এরপর extract করে নিন। এবং সেখান থেকে Application file টি double ক্লিক করুন ।



সেখানে দেখবেন উপরের দিকে ইন্সটল ফাইল আছে ।সেখানে ক্লিক করে install করুন।কিন্তু রান করবেন না। প্রয়জনে install এর শেষের দিকে run this থেকে টিক উঠিয়ে দিন।



এবার প্রথম দিকে যেখান থেকে ইন্সটল করেছিলেন সেখানে নিচে ক্র্যাক লিখা আছে। সেখান ক্লিক করুন ।



দেখবেন সেখানেও একটি installer আছে। সেটা কপি করে নিন।



প্রথমে install করেছিলেন সেখনে peste করুন। একি নাম থাকার কারনে আপনাকে reaplace করার জন্য বলবে। আপনি reaplace করুন।



এবার সেখানে double ক্লিক করুন। তাহলে আপনার সফটওয়্যার run হবে।

রান করার পর hide IP তে ক্লিক করুন।



install করার নিয়ম জিপ ফাইলেও দেওয়া আছে।

ডাউনলোড করতে লিঙ্ক এ ক্লিক করুন।

DownLOAD From Here

Free Advance System Care pro with licence key

আমি এখন আপনাদের আরেকটা সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব জার নাম Advance System Care Pro. এর ফিচার গুলা নিচে দেয়ে দিলাম।আশা করি এটা ব্যবহার করার পরে আপনার কম্পিউটার কে নতুন করে পাবেন। কম্পিউটার এর স্পীড বৃদ্ধি করার জন্য যা যা দরকার তার সবই আছে এখানে।screenshot দেখে নিতে পারেন।এখানে Advance uninstaller(একটি powrful uninstaller ),cloned file finder(copy হওয়া ফাইল ডিলিট করতে সাহায্য করবে),স্টার্ট আপ ম্যানেজার যা উইন্ডোজ স্টার্ট হওয়ার সময় কন কোন সফটওয়্যার ওপেন করতে চান তা কন্ট্রল করতে পারবেন, অটো স্টার্ট ।আরও অনেক অনেক ফিচার পারলে দেখে নিন।

Full feature
  • Enjoy That New PC Feeling Again
  • Automated Working in the Background
  • Keeps Your PC Running at Peak Performance
  • Quick and Extensive System Clean-up
  • Next-generation Registry Deep Clean and Optimization
  • Ultimate Speeding Up with Turbo Boost
  • Powerful Hard Drive Defragmentation
  • Defends PC Security with Extra Protection
  • Fixes Multiple System Errors


কেন ব্যবহার করবেন?

Top 8 reasons why you should choose Advanced SystemCare PRO 3
  • Advanced SystemCare PRO can find and fix 200% more registry and system problems than other system utilities.
  • Advanced SystemCare PRO can give your PC a super performance boost. Our users normally experience a 300% improvement in both computer and Internet speed.
  • Super easy to use. Install it and forget it. Advanced SystemCare PRO works continuously, automatically and quietly in the background on your PC. It allows you to have fun and be more productive.
  • With automatic updating, Advanced SystemCare PRO scans and removes spyware and adware using up-to-date definition files, prevents spyware, hackers and hijackers from installing malicious items on your PC.
  • Recommended most often by PC experts and editors around the world as the top Windows tool, and with over 100 five-star awards, Advanced SystemCare PRO is the best choice for keeping superior PC health at your home or office.
  • We had over 5,000,000 happy users - 98% of them would recommend Advanced SystemCare PRO to a friend.

নিচের লিঙ্ক এ ক্লিক করে রাড় ফাইল টি ডাউনলোড করে নিন।

Download HERE

রার ফাইল ডাউনলোড করার পরে এক্সট্রাট করে নিন । এর পরে ইন্সটল করে বুস্ট এ ক্লিক করে সিডি কি ইন্সারট করুন।